ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার সমঝোতা বৈঠক হচ্ছে। আর ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি আলোচনায় বসার ডাক দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। খবর: এনডিটিভি
জেলেনস্কি মনে করেন, একমাত্র পুতিনের সঙ্গে কথা হলেই যুদ্ধ বন্ধ করা সম্ভব।
রাশিয়ার প্রেসিডেন্টের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা রাশিয়াকে আক্রমণ করতে চাই না। আমাদের আক্রমণ করার পরিকল্পনা নেই। আমাদের কাছ থেকে আপনারা কী চান? তবে আমার সঙ্গে আলোচনায় বসুন।’