আজ স্থানীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদে বলা হয়েছে, আমিরাতে আগত প্রত্যেক ব্যক্তির জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। আইন অমান্য করলে শাস্তির মুখোমুখি হতে হবে। যদিও সরকারি ঘোষণার আগেই বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মীর বেলায় হোম কোয়ারেন্টাইন শুরু করে দিয়েছে। তাছাড়া এখানকার অধিকাংশ মানুষ সচেতন। এদিকে আমিরাতে কূটনৈতিক ভিসা ছাড়া সকল প্রকার ভিসায় প্রবেশ স্থগিত করা হয়েছে। আমিরাত সরকার করোনাভাইরাস রোধে সবচেয়ে বেশি সফল। এখন পর্যন্ত ১১৩ করোনা রোগীর মধ্যে ২৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.