সরকারি বাসভবনে বন্ধুদের নিয়ে পার্টির ভিডিও ফাঁসের পর ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন তার ব্যক্তিগত জীবনের অধিকার নিয়ে কথা বলেছেন। বুধবার মারিন বলেছেন, ‘আমি মানুষ। এবং আমিও মাঝে মাঝে এই অন্ধকার মেঘের মধ্যে আনন্দ, আলো এবং মজা করার আকাঙ্খা জাগে।’
হেলসিঙ্কির উত্তরে লাহতি শহরে সারিন তার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কান্না আটকে রাখার চেষ্টা করেছিলেন।
তিনি বলেন, ‘এটা ব্যক্তিগত, এটা আনন্দ এবং এটা জীবন। কিন্তু আমি কাজের একটি দিনও নষ্ট করিনি।’
মেরিন বলেছেন, গত সপ্তাহটি ‘বেশ কঠিন’ ছিল।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই যে আমাদের অবসর সময়ে আমরা যা করি তার চেয়ে আমরা কর্মক্ষেত্রে কী করি মানুষ তা দেখবে।’
সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিওতে বন্ধুদের সঙ্গে নাচতে ও গাইতে দেখা যায় সানা মারিনকে। ভিডিওটি প্রাথমিকভাবে ইনস্টাগ্রাম স্টোরিজে আপলোড করা হয়েছিল। পরে এটি ফাঁস হয় এবং ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ফাঁস হওয়ার পর বিরোধীরা তার তীব্র সমালোচনা শুরু করে। বিরোধীদলীয় এক নেতা সানা মারিনের মাদক পরীক্ষার দাবি করলে তিনি সেই পরীক্ষাও করিয়েছেন।