ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। ২০০৭ সালে স্ট্যান্ড-আপ কমেডি রিয়েলিটি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ সিজন ৩’ জিতে খ্যাতি অর্জন করেন তিনি। তার সঞ্চালিত অন্যতম জনপ্রিয় টিভি শো ‘দ্য কপিল শর্মা শো’। বলিউড তারকাদের সিনেমা প্রচারের অন্যতম পছন্দের অনুষ্ঠান এটি। সঞ্চালনা ছাড়াও অভিনয় করেছেন বড় পর্দায়ও।
খ্যাতির পাশাপাশি ব্যক্তিগত জীবনে অনেক অর্থের মালিকও কপিল শর্মা। জানা যায়, বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ৩০০ কোটি রুপি। কয়েক দিন আগে আজতাককে দেওয়া এক সাক্ষাৎকারে মোট সম্পত্তির পরিমাণ জানতে চাওয়া হয় তার কাছে। এ প্রশ্নের জবাবে কপিল শর্মা বলেন— ‘আমি অনেক টাকা হারিয়েছিও। কিন্তু সত্যি বলছি, আমি এসব নিয়ে ভাবি না। আমি জানি যে, আমার একটি বাড়ি আছে, একটি গাড়ি আছে, আমার একটি পরিবার আছে এবং এটাই গুরুত্বপূর্ণ। অবশ্য, আমি সাধু নই। আমি কখনো ভালো টাকা ফিরিয়ে দেব না।’
ব্যক্তিগত জীবনে গিন্নি চাতার্থের সঙ্গে ঘর বেঁধেছেন কপিল শর্মা। তার স্ত্রী একটি সচ্ছল পরিবারের মেয়ে। কলেজ জীবনে কপিলের পকেটমানি ছিল না, পেট ভরে খাবার সামর্থ ছিল না। ওই সময়ে তার পাশে ছিলেন স্ত্রী গিন্নি। স্বাভাবিকভাবে একটু বেশি খরচ করে থাকেন গিন্নি। তা জানিয়ে কপিল শর্মা বলেন, ‘আমার স্ত্রী খরচ করতে পছন্দ করে। কিন্তু আমি করি না।’
কপিল শর্মার পরবর্তী সিনেমা ‘জুইগাতো’। নন্দিতা দাস পরিচালিত এ সিনেমায় সাহানা গোস্বামীর বিপরীতে দেখা যাবে তাকে। আগামী ১৭ মার্চ মুক্তি পাবে এটি। এ সিনেমার প্রচারের অংশ হিসেবে এই সাক্ষাৎকার দেন কপিল।