আমেরিকায় মহামারি করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়িয়েছে। স্থানীয় সময় শনিবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ পেরিয়ে যায়। খবর রয়টার্স ও আনাদোলু এজেন্সির।
শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ১০ হাজার। এখন পর্যন্ত মারা গেছে ২ লাখ ৫৫ হাজার জন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ। সংক্রমণ রুখতে ২০টি রাজ্যে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। গেল ছয়দিনে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে প্রায় ১০ লাখ মানুষ।
তার ওপর ‘থ্যাঙ্কসগিফিং ডে’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে মানুষ ছুটছে বিভিন্ন গন্তব্যে। লাখ লাখ মানুষ এই দিবসটি পালন করতে বিধি-নিষেধ উপেক্ষা করে ছুটছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনই ১০ লাখ মানুষ বিভিন্ন গন্তব্যে গিয়েছে। যা সামনের দিনগুলোতে করোনার সংক্রমণকে উসকে দিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
চলতি বছরের জানুয়ারির ২০ তারিখ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর গেল বছরের ডিসেম্বর মাসে চীনের উহানে প্রথম এই করোনা শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৬ কোটির বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৩ লক্ষাধিক মানুষ।