সম্পর্ক ডেস্ক: ঘূর্ণিঝড় ‘আম্ফানের’ তাণ্ডবে ঈশ্বরদীতে ৬ হাজার ৮৭০ হেক্টর ফল-ফসলের জমি আক্রান্ত হয়েছে।
বুধবার (২০ মে) দেশে ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানে।
আর এতে, উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে ১ হাজার ৫০ হেক্টর জমির ফলন্ত লিচু ও লিচুর গাছ। এছাড়া পেঁপে, আম, কলা, মাসকালাই, মুগ, তিলসহ বিভিন্ন ফলমূল ও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে।
বৃষ্টির কারণে কিছু এলাকায় পানিতে ফসল তলিয়েছে। প্রাথমিক নিরূপণে ক্ষতির পরিমাণ আনুমানিক ২শ কোটি টাকা। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে বিষয়টি জানা গেছে।