এবিএম সালেহ উদ্দীন
আশাছিল তিনি ফিরে আসবেন । বড়রকমের কোন জটিল রোগও ছিল না । রাতের নামাজও পড়েছিলেন । ভাবী এবং তার কন্যা বীনা রাতে অনেক্ষণ তার কাছে থেকে , খাইয়ে,কথা বলে বাসায় চলে এলেন । এমন পরিস্থিতি (!)হাসপাতালে আগের মত রোগীর পাশে থাকার সুযোগ নেই । ভাবী বললেন, কী হলো, ভাই ? সোমবার সকালে রিলিজ হয়ে ঘরে ফিরে আসার কথা । কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তিনি ফিরে আসলেন না । পাঁচদিন আগে তিনি বুকে সামান্য ব্যথা এবং ইউরিন সংক্রান্ত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন । বর্ষীয়ান সজ্জন ও মানবিক মূল্যবোধ সম্পন্ন বিনয়ী মানুষটির নাম আলহাজ লেখক নুরুল ইসলাম । রবিবার দিবাগত ১১ জানুয়ারি ২০২১ ভোররাতে ডাক্তারের ভাষ্যমতে হার্টএটাক্ট করে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরকালের জন্য চলে গেলেন । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন । আমার সহধর্মিনী রেজভীন প্রায় প্রতিদিনই ভাবীর সঙ্গে (ইসলামভাই’র সহধর্মিনী ),যোগাযোগ রেখে খবর নিতেন । বয়সগত কারণে স্মরণশক্তি লোপ পাইলেও মুহুর্তেই চিনে ফেলতেন । ক’দিন আগেও কথা হয়েছে । দু:খজনক,হৃদয় বিদারক এবং অনাকাঙ্খিত !
সকালবেলায় অপ্রত্যাশিত খবরটি শুনে হৃদয়টা ভেঙে গ্যাছে । আমি স্তম্ভিত হতচ্যুত হয়ে গেছি । এমন প্রাণবন্ত হাস্যময় মানুষটি কেউকে না জানিয়ে সবাইকে কাঁদিয়ে শেষ পর্যন্ত যাবেন(?)ভাবতেই শিউড়ে উঠি । মানুষ ত এমনই যখন চলে যায় ;কতজনের বুকে কত বিমুগ্ধ স্মৃতির পাহাড় চাপিয়ে মহাপ্রয়াণ ঘটে ! কত বিরল ও উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যায় । ইসলামভাই’র সাথে আমার স্মৃতির শেষ নেই । লেখকসূত্রে বহুদিন পূর্বে, ঢাকার একটি প্রকাশনা অনুষ্ঠানে তারসঙ্গে পরিচয় । তারপর থেকেই আত্মার সাথে সম্পৃক্ত । ইসলাম ভাই’র কারণেই ২৫ বছর আগে শিশু দুই ছেলে ও আমার সহধর্মিনী সাঈদা আখতার রেজভীনকে নিয়ে নিউইয়র্কের আত্মীয় ও বন্ধুসহ কয়েকটি আপন পরিবার থাকার পরও কারো বোঝা না হওয়ার শর্তে প্রাণপ্রিয় বাবার নির্দেশে নিউইয়র্ক আসার আগেই ম্যানহাটনে ইসলাম ভাই’র বাসার কাছাকাছি একটি এপার্টম্যান্ট (647 Accademy st, Manhattan,NY 10034.)ভাড়া করিয়েছিলাম । ইসলাম ভাই বাসা কনফার্ম্ড করার পর সেই যে নিউইয়র্ক আমাদের আগমন । সবকিছুই করেছেন ইসলামভাই । তারপর থেকে ক্রমে ক্রমে স্মৃতির পাহাড় গড়ে ওঠেছে । তার অনেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী নিউইয়র্ক,নিউজার্জিসহ আমেরিকায় ছড়িয়ে আছেন ।
কতটা বিমর্ষকাতর ও বেদনাহত হয়েছি এবং কষ্ট পেয়েছি তা বুঝানোর ভাষা জানা নেই । আহ! কাছাকাছি থাকলে বারবার ছুটে যেতে পারতাম । যেমনটি আমাদের উভয়ের হতো ম্যানহাটন থাকাকালীন সময়গুলোতে । কাল মঙ্গলবার ১২জানুয়ারি নিউজার্সির প্যাটারসন জামে মসজিদে বাদজহুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
Address: 61 Van Houten Ave Paterson, NJ 07505
Asalamualaikum. Janazah will be held tomorrow at 1 pm in the Islamic Foundation of NJ – Masjid Jalalabad 61 Van Houten Ave Paterson, NJ 07505. Burial will be at 2 o’clock at Laurel Grove Cemetery 295 Totowa Rd, Totowa, NJ 07512.
তার রেখে যাওয়া পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি ।আমি ম্যানহাটনে বিশ বছর ছিলাম । কয়েক বছর আগে ইসলামভাই (৪০ বছর নিউইয়র্ক থাকার পর ) নিউজার্সী বাড়ি কিনে চলে যান । আমাকেও তিনি সেখানে বাড়ি কিনে চলে যাওয়ার জন্য বলতেন । নিউইয়র্কের কাছে হেরে গিয়েছি । ইসলাম ভাই’র এই কথাটি রাখতে পারিনি !বহুবার তাঁর বাসায় এবং আমার বাসায় যাতায়াত ঘটেছে । অনেক স্মৃতি । তার লেখা সবগুলো বই ঢাকার ঐতিহ্যবাহী আমাদের প্রকাশনা সংস্থা ‘বাড পাবলিকেশন্স’ থেকে প্রকাশিত হয়েছে । আমাকে সালেহ ভাই সম্বোধনের অযুত কন্ঠধ্বনি এখন কেন জানি শুধু প্রতিধ্বনিত হয় । আহ! সিনিয়র হয়েও এত সমীহবোধ ! আমার এবং আমার পরিবারের স্মৃতিকাননেও একাকার হয়ে মিশে আছেন প্রিয় ইসলামভাই ।সত্যিই, তিনি একজন উত্তম চরিত্রের বিনয়াবনত সমাজ ও মানবিক সচেতন ভালো মানুষ । আমার জানা মতে ,কম্যুনিটিতে তিনি অত্যন্ত ভালো মানুষ হিসাবে সুপরিচিতছিলেন । এই কম্যুনিটি’র স্বনামধন্য বিশিষ্টজন প্রিয় মানুষ লেখক ইসলাম ভাই । একজন ভালো মানুষ । এই সহজ ও সরলভাবে জীবনযাপনকারী সদা হাস্যজ্জ্বল মানুষটি কিভাবে সবার সাথে এত আপনরূপে মিশে গিয়েছিলেন , যা কখনো বিস্মৃত হওয়ার নয় । তিনি চির বিদায়ের মধ্যদিয়ে বুঝিয়ে দিলেন যে, মৃত্যু হচ্ছে মহাজীবনের মহাযাত্রা । আপাতত: এখানে সকলের কাছে আমার একান্ত অনুরোধ । আসুন আমরা এই মহৎ মানুষটির জন্য দোয়া করি । মহান আল্লাহপাক ইসলাম ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন । আমীন ।।।
কতটা বিমর্ষকাতর ও বেদনাহত হয়েছি এবং কষ্ট পেয়েছি তা বুঝানোর ভাষা জানা নেই । আহ! কাছাকাছি থাকলে বারবার ছুটে যেতে পারতাম । যেমনটি আমাদের উভয়ের হতো ম্যানহাটন থাকাকালীন সময়গুলোতে । কাল মঙ্গলবার ১২জানুয়ারি নিউজার্সির প্যাটারসন জামে মসজিদে বাদজহুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।Address: 61 Van Houten Ave Paterson, NJ 07505Asalamualaikum. Janazah will be held tomorrow at 1 pm in the Islamic Foundation of NJ – Masjid Jalalabad 61 Van Houten Ave Paterson, NJ 07505. Burial will be at 2 o’clock at Laurel Grove Cemetery 295 Totowa Rd, Totowa, NJ 07512.তার রেখে যাওয়া পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি ।আমি ম্যানহাটনে বিশ বছর ছিলাম । কয়েক বছর আগে ইসলামভাই (৪০ বছর নিউইয়র্ক থাকার পর ) নিউজার্সী বাড়ি কিনে চলে যান । আমাকেও তিনি সেখানে বাড়ি কিনে চলে যাওয়ার জন্য বলতেন । নিউইয়র্কের কাছে হেরে গিয়েছি । ইসলাম ভাই’র এই কথাটি রাখতে পারিনি !বহুবার তাঁর বাসায় এবং আমার বাসায় যাতায়াত ঘটেছে । অনেক স্মৃতি । তার লেখা সবগুলো বই ঢাকার ঐতিহ্যবাহী আমাদের প্রকাশনা সংস্থা ‘বাড পাবলিকেশন্স’ থেকে প্রকাশিত হয়েছে । আমাকে সালেহ ভাই সম্বোধনের অযুত কন্ঠধ্বনি এখন কেন জানি শুধু প্রতিধ্বনিত হয় । আহ! সিনিয়র হয়েও এত সমীহবোধ ! আমার এবং আমার পরিবারের স্মৃতিকাননেও একাকার হয়ে মিশে আছেন প্রিয় ইসলামভাই ।সত্যিই, তিনি একজন উত্তম চরিত্রের বিনয়াবনত সমাজ ও মানবিক সচেতন ভালো মানুষ । আমার জানা মতে ,কম্যুনিটিতে তিনি অত্যন্ত ভালো মানুষ হিসাবে সুপরিচিতছিলেন । এই কম্যুনিটি’র স্বনামধন্য বিশিষ্টজন প্রিয় মানুষ লেখক ইসলাম ভাই । একজন ভালো মানুষ । এই সহজ ও সরলভাবে জীবনযাপনকারী সদা হাস্যজ্জ্বল মানুষটি কিভাবে সবার সাথে এত আপনরূপে মিশে গিয়েছিলেন , যা কখনো বিস্মৃত হওয়ার নয় । তিনি চির বিদায়ের মধ্যদিয়ে বুঝিয়ে দিলেন যে, মৃত্যু হচ্ছে মহাজীবনের মহাযাত্রা । আপাতত: এখানে সকলের কাছে আমার একান্ত অনুরোধ । আসুন আমরা এই মহৎ মানুষটির জন্য দোয়া করি । মহান আল্লাহপাক ইসলাম ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন । আমীন ।।।