সর্ম্পক ডেস্ক: কানাডার সংগঠন অন্টারিও বাঙালি কালচারাল সোসাইটি ও বাংলাদেশের মিশন হিউম্যানিটির যৌথ প্রকল্প Sharing hope বা ‘পাশে আছি’ দ্বিতীয় পর্বের খাদ্য বিতরণ করা হয়েছে।
ঢাকার বাড্ডার আদর্শনগর এলাকায় ‘পাশে আছি’র দ্বিতীয় পর্বের খাদ্য বিতরণ করা হয়েছে । বাড্ডার আদর্শনগর এলাকার সমাজকর্মী তৌফিকুর রহমানের নেতৃত্বে এ খাদ্য বিতরন করা হয়, এই সময় উপস্থিত ছিলেন মিশন হিউম্যানিটির মুনা হক।
খাদ্য বিতরনের প্রথম পর্বে ঢাকা উদ্যানে ৩০০ পরিবারকে সাহায্য করার পর এবার দ্বিতীয় খাদ্য বিতরনে আরো ২০০ পরিবারকে সাহায্য দেয়া হয়েছে।
ওবিসিএস ও পাশে আছির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় তৌফিক রহমান, মিশন হিউম্যানিটি ও দেশে-বিদেশে যারা বিবিন্নভাবে সাহায্য করছেন এই প্রকল্পকে।
এর পর বরিশালের বাউফল এলাকার সাহায্যের জন্য অনুরোধ আসে ডা. গালিব রহমানের কাছে। পরে সেখানেও ডা. সায়ামের নেতৃত্বে খাদ্য বিতরন করে ‘পাশে আছি’।
আমাদের তহবিল উত্তোলনের ধারা অব্যাহত থাকলে, যে যখন পারেন যেকোনে পরিমাণ অনুদান করে করোনা মোকাবিলায় নিজের দেশের প্রান্তিক মানুষদের পাশে থাকুন।
রমজানের সময় আপনার যাকাতের টাকা বা আসন্ন ঈদের ফিতরা এই প্রকল্পে দান করে এই প্রকল্পের সঙ্গে জড়িত হতে পারেন।
পাশে আছি- আপনারাও পাশে থেকে স্বার্থক করুন।