অস্ট্রেলিয়ার মেলবোর্নে করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউনের মেয়াদ আরো দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। বাড়ানো এই লকডাউনের বিধিনিষেধ পালনে সরকার অত্যন্ত কঠোর থাকবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
অস্ট্রেলিয়ায় করোনার দ্বিতীয় দফা প্রাদুর্ভাবের উৎস মেলবোর্ন। দেশটিতে করোনায় মোট মৃত্যুর ৯০ শতাংশ এই শহরে হয়েছে। ৯ জুলাই থেকে মেলবোর্নে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করা হয়েছিল। তবে এরপরও এখানে সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বর্তমানে মেলবোর্নে চলমান চতুর্থ মেয়াদের লকডাউনের মেয়াদ ১৩ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল।
ভিক্টোরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুজ জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। অক্টোবর থেকে নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করা হবে।
বিবিসি জানিয়েছে, মেলবোর্নে কারফিউর মেয়াদ বাড়িয়ে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেছেন, ‘একটি মাত্র বিকল্প আছে, আর সেটি হচ্ছে ধারাবাহিকভাবে স্থিতিশীল ও নিরাপদ পদক্ষেপ। আপনি লকডাউন থেকে পালাতে পারবেন না। কারণ আপনি যা করছেন তা হচ্ছে তৃতীয় দফা ঢেউয়ের হাত থেকে পালানো এবং আমরা আবারও লকডাউনের কবলে পড়ব।