গত ২৪ ঘণ্টায় আর্জেন্টিনায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছন ২ হাজার ৬৫৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬৬ জন।
এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৮৪৫ জন। গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৭ জন। আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটিই জানিয়েছে।
দেশটিতে মোট আক্রান্তদের ৯০ শতাংশই বুয়েন্স আয়ার্স মেট্রোপলিটন এলাকার। আবার মোট আক্রান্তদের ৮ শতাংশ স্বাস্থ্যকর্মী অর্থাৎ ডাক্তার, নার্স ও মেডিক্যাল স্টাফ। অনেকের মতে ব্রাজিলের পর করোনাভাইরাসের প্রকোপ আর্জেন্টিনায় বাড়তে যাচ্ছে।
একটা ভালো খবর হলো দেশটির প্রতিবেশি দেশগুলোর তুলনায় বেশ ভালো অবস্থায় রয়েছে। কারণ, তাদের পার্শ্ববর্তী দেশ ব্রাজিল দিশেহারা করোনার দাপটে। দেশটিতে এখন পর্যন্ত ১৮ লাখ ৬৬ হাজার ১৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ হাজার ১৫১ জন।
কলম্বিয়ায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫০ হাজার ৪৪৫ জন। মারা গেছে ৫ হাজার ৩০৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৫ হাজার ৪১ জন। মারা গেছে ৬ হাজার ৯৭৯ জন। পেরুতে আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৩২৬ জন। মারা গেছে ১১ হাজার ৮৭০ জন।