বাংলা চলচ্চিত্রের অসংখ্য শ্রোতাপ্রিয় কালজয়ী গানের স্রষ্টা কিংবদন্তি আলাউদ্দিন আলীর জন্মদিন আজ।একাধারে তিনি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। গত বছরের আজকের দিনটিতে তিনি ভর্তি ছিলেন ব্যাংককের স্যামিটিভেজ সুকুমভিত হাসপাতালে। ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন৷ আর আজ তিনি দৃষ্টির সীমানার ওপারে৷
১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি থানার বাঁশবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন আলাউদ্দিন আলী। তার পিতা ওস্তাদ জাবেদ আলী ও ছোট চাচা সাদেক আলীর কাছে প্রথম সংগীতে শিক্ষা নেন।
আলাউদ্দিন আলী ১৯৭৫ সালে সংগীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন। তিনি খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। এ ছাড়াও তিনি প্রায় ৩ শতাধিক চলচ্চিত্রে গান করেছেন ।চলচ্চিত্র, বেতার, টেলিভিশন মিলে প্রায় হাজার পাঁচেক গান তৈরি করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ভূষিত হয়েছেন নানা সম্মাননা ও স্বীকৃতিতে।
২০২০ সালের ৯ আগস্ট মৃত্যুবরণ করেন এই গুণী সংগীত ব্যক্তিত্ব।