এবিএম সালেহ উদ্দীন
কথা ছিল
আকাশের অগুন্তি তারার মতো
উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো
সূর্যপ্রখর রোদের মতো
ঝলমল চাঁদের আলোর মতো ভরিয়ে দিবে মন
তোমার চোখ দু’টো দারটানা নৌকার মতো
টেনে নিয়ে যাবে হেমন্ত সন্ধ্যায় ।
রাত আসবে,রাত্রির ভিতরে শেষ হবে রাত্রি
সূর্যালোকের সিক্ততায় শুরু হবে দিবসের শোভাযাত্রা
যদিও
বার্সেলোনার আকাশে সূর্য ছিল না
কিন্তু তোমার সজল নয়ন
বারবার প্রতিবার
ছড়িয়েছিল আলোর ঝর্ণাধারা