বন্যায় সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের আসাম রাজ্য। জলমগ্ন রয়েছে কাজিরাঙ্গা জাতয়ি উদ্যানের এক তৃতিয়াংশ এলাকা। ইতোমধ্যেই ৫টি গন্ডার সহ মারা গেছে প্রায় ৯২টি বন্যপ্রানী। এরমধ্যে একটি বাঘিনী করেছে অদ্ভূত কাণ্ড। কাজিরাঙ্গার একটি বাড়িতে ঢুকে বিছানায় শুয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে সে! বিবিসি, সিএনএন
বাঘটির বাড়িতে আশ্রয়ের ঘবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত সেখানে উপস্থিত হয়ে বাঘটির পালিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দেয়। এরপর বাঘটি নিরাপদে জঙ্গলে প্রত্যাবর্তন করে। ওয়ািল্ডিলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে বাঘিনীটিকে প্রথম দেখা যায় বৃহস্পতিবার সকালে জাতীয় মহাসড়কের কাছে। ধারণা করা হচ্ছে রাস্তায় গাড়িঘোরার চলাচলে বিরক্ত হয়ে সে বাড়িতে আশ্রয় নেয়। বাঘটি উত্তেজিত হয়ে যেতে পারে, তাই তাকে চেতনানাশক গুলি করা হয়নি।
কর্মকর্তারা জানান, বাঘটি নরম বিছনা পেয়ে বেশ খানিক্ষণ বিশ্রাম নেয়। বিছানায় সে প্রায় দিনব্যাপিউ ঘুমিয়েছে। বন কর্মকর্তারা বলছেন, পানির কারণে বাঘটি সম্ভবত বেশ কিছুদিন বিশ্রাম নিতে পারেনি। তাই বিশ্রামের সুযোগ পেয়ে সে তা ছাড়তে চায়নি।