নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ভালো লাগছে এত বড় দায়িত্ব পেয়ে। পদ যেমন বড়, ঠিক তেমনই দায়িত্বও অনেক বেশি। শপথ নেওয়ার পরে প্রথমে আমাদের কাজ হবে, সব সহকর্মীর সঙ্গে বসে আলোচনা করে কাজের পরিধি নির্ধারণ করা।’
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
কী ধরনের কার্যক্রম হাতে নেবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দায়িত্ব অনেক বড়। আগেই আমি কিছু বলতে পারব না। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সংবিধান, আইন ও বিধি-বিধানে কী আছে, সেগুলো ভালোভাবে বুঝে আমরা কাজ করব।’
নির্বাচন কমিশন নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের অনাস্থার বিষয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের আস্থা ফিরিয়ে আনার কাজ বেশ কঠিন হবে। তবে অসম্ভব না। আমাদের রাজনৈতিক নেতাদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই, আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদেরকেও এগিয়ে আসতে হবে। সব দল যদি আমাদের সহযোগিতা করে, তাহলে এ কাজ করা সম্ভব। তারা যদি সহযোগিতা না করে, তাহলে এই যে দোলাচল, এটা কতটা কাটিয়ে উঠতে পারব, সেক্ষেত্রে আমি নিজেও সংশয়ে আছি। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে আন্তরিকভাবে চেষ্টা করব।’