রেজাউল ইসলাম:-নরওয়েতে আস্ট্রজেনিকা ভ্যাক্সিন দেওয়ার পর মারাত্নক ব্লাড ক্লটিংয়ের খবর পাওয়া যাবার পর আইরিস স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ আস্ট্রজেনিকা ভ্যাক্সিন দেওয়ার উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেন।
আইয়ারল্যান্ডের ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডাঃ রোনান গ্লেন বলেন, নরওয়ের মেডিসিন এজেন্সি আস্ট্রজেনিকা ভ্যাক্সিন নেওয়ার পর চারটি ব্ল্যাড ক্লটিংয়ের ঘটনা রিপোর্ট করার পর এই সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, ব্ল্যাড ক্লটিংয়ের সাথে ঘটনাগুলির কোন লিংক থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মত কোন প্রমান এখনো পর্যন্ত পাওয়া যায় নি। এরপরেও আইরিস হেলথ কর্মকর্তারা সর্তকতামূলক ব্যবস্থা হিসাবে আস্ট্রজেনিকা ভ্যাক্সিন প্রদান কার্যক্রম স্থগিত রাখার সুপারিশ করেছে।
ডেনিস,নওরোজিয়ান এবং আইয়ারল্যান্ড একই রকম সর্তকতামূলক ব্যবস্থা গ্রহন করেছে।
আস্ট্রজেনিকা তার এক বিবৃতিতে বলেন, আমরা আবারো কোভিড-১৯ ভ্যাক্সিনের সেফটির বিষয়টি নিশ্চিত করতে চাই যে,এটি পরিষ্কার বৈজ্ঞানিক প্রমানের উপর প্রতিষ্ঠিত। বৃটিশ-সুইডিস বাইওফার্মাসিউটিক্যাল কোম্পানী বলেন,জনগনের নিরাপত্তার বিষয়টি সবাগ্রে অগ্রাধিকার পাবে। এই ইস্যুটিকে গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে কিন্তু এই ভ্যাক্সিনই যে ব্যাড ক্লটের কারন তার কোন নিশ্চিত প্রমান এখনো পর্যন্ত পাওয়া যায় নি।
কোম্পানী আরো বলে যে, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের যারা এই ভ্যাক্সিন নিয়েছেন এমন ১৭ মিলিয়ন মানুষের সেফটি ডাটা রিভিউ করা হয়েছে কিন্ত কোন এইজ গ্রুপ,লিংগ,ব্যাচ অথবা নির্দিষ্ট কোন দেশে Pulmonary embolism, deep vein thrombosis (DVT) or thrombocytopenia যাতীয় উচ্চ ঝুঁকির কোন প্রমান পাওয়া যায় নাই।
ইতিপূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়ন মেডিসিন রেগুলেটরি বলেছিলেন যে, আস্ট্রজেনিকা ভ্যাক্সিন নেওয়া এবং ব্যাড ক্লটের উচ্চ ঝুঁকির মধ্যে কোন সংশ্লিষ্টতা পাওয়া যায় নি।