ইংল্যান্ডের পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকার নিবন্ধন শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এই নিবন্ধন শুরু হয়েছে বলে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে।
এনএইচএসের ওয়েবসাইটে জানানো হয়েছে, শিশুদের বাবা-মা ও পরিচর্যাকারীরা শনিবার সকাল টিকা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন।
ইংল্যান্ডে প্রায় ৫০ লাখ শিশু করোনার টিকা পাওয়ার যোগ্য। এই নতুন অ্যাপয়েন্টমেন্টের বেশির ভাগই হবে স্থানীয় টিকাদান কেন্দ্র বা স্কুলের বাইরে কমিউনিটি ফার্মেসিতে। শিশুদেরকে ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ টিকা দেওয়া হবে। এই দুই ডোজের মধ্যে অন্ততপক্ষে ১২ সপ্তাহের ব্যবধান থাকবে। যে শিশুদের টিকা দেওয়া হবে তাদের অভিভাবককে টিকার নাম, ব্যাচ নম্বর এবং টিকা দেওয়ার তারিখসহ একটি টিকা কার্ড দেওয়া হবে।
এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, সপ্তাহজুড়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হযা যোগ করা হবে, তাই সুবিধাজনক স্লট পেতে অক্ষম যে কেউ চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।
শিশুদের টিকা দেওয়া প্রকল্পে সরকারের পরামর্শক ক্যালুম সেম্পল জানিয়েছেন, শিক্ষাবছর থেকে হারিয়ে যাওয়া দিনগুলো কমিয়ে দেবে এই টিকা।