ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) অন্যান্য দেশেও গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। রুশ মুদ্রা রুবলে গ্যাসের দাম পরিশোধে ব্যর্থ হলে এই সরবরাহ বন্ধ করা হবে বুধবার জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
ইউক্রেনে হামলার পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর পরিপ্রেক্ষিতে গত মাসে রাশিয়া জানায়, বন্ধুপ্রতীম নয়, এমন দেশগুলোকে রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে। তা না হলে তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। পোল্যান্ড ও বুলগেরিয়া রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে অস্বীকৃতি জানানোয় বুধবার দেশ দুটি সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।
মস্কোতে সংবাদ সম্মেলনে পেসকভ বলেছেন, ‘রাশিয়া তার ভোক্তাদের কাছে জ্বালানি সম্পদের একটি নির্ভরযোগ্য সরবরাহকারী ছিল এবং রয়ে গেছে এবং তার চুক্তিভিত্তিক বাধ্যবাধকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যখন অর্থপ্রদানের সময়সীমা চলে আসে, কিছু ভোক্তা যদি নতুন ব্যবস্থাপনার অধীনে অর্থ প্রদান করতে অস্বীকার করে, তাহলে অবশ্যই প্রেসিডেন্টের ডিক্রি কার্যকর করা হবে।’
ইউরোপীয় দেশগুলো রুবলে গ্যাসের জন্য অর্থ প্রদান করতে অস্বীকার করলে রাশিয়া বাজেটে ঘাটতির জন্য প্রস্তুত কিনা তা জানতে চাইলে পেসকভ বলেন, ‘সবকিছু হিসাব করা হয়েছে, সব ঝুঁকি পূর্বানুমান করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’