ইউক্রেনকে দুই ভাগের চেষ্টা করছে রাশিয়া। পুরো দেশ দখলে ব্যর্থ হয়ে রাশিয়া এখন এ পদক্ষেপ নিতে যাচ্ছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে রোববার বিবিসি এমন তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বুদানভ একটি বিবৃতিতে বলেছেন, রাশিয়া ‘ইউক্রেনকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মতো তৈরি করতে’ চাইছে। তবে মস্কোর এই চেষ্টা নস্যাত করতে তার দেশ শিগগিরই রুশ অধিকৃত ভূখণ্ডে গেরিলা যুদ্ধ শুরু করবে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নিলেও রাজধানী কিয়েভ ও আশপাশের কয়েকটি এলাকায় প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে রুশ বাহিনী। এই পরিস্থিতিতে শুক্রবার রাশিয়ার সেনাপ্রধান জানিয়েছেন, ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত দোনবাস অঞ্চলকে ‘সম্পূর্ণ স্বাধীন’ করার ব্যাপারে মনোযোগ দেবে মস্কো। যুদ্ধের এই পর্যায়ে রাশিয়ার এ ধরনের মন্তব্যের অর্থ হচ্ছে, নিজেদের অবস্থান থেকে পিছু হটতে শুরু করেছে মস্কো।