প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করলে রাশিয়া নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। রোববার রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
পুতিন বলেছেন, যদি এই ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়, তাহলে ‘আমরা সেই লক্ষ্যবস্তুগুলোতে আঘাত করব যেগুলোতে এখনও আঘাত করিনি।’
পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করলে রাশিয়া নতুন করে কোন লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানবে তা জানাননি পুতিন। তবে তিনি অভিযোগ করেছেন, সংঘাতের ব্যাপ্তি বাড়ানোর জন্যই পশ্চিমারা ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছে।
রুশ সেনা ও অস্ত্র মজুদের ওপর আঘাত হানতে ইউক্রেন পশ্চিমাদের কাছ থেকে এমটুসেভেনজিরোর মতো মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম (এমএলআরএস) এবং এমওয়ানফোরটু এইচআইএমআরএস চাইছে। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে এইচআইএমআরএস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন।