রাশিয়ায় পাল্টা আক্রমণে সাহায্য করার জন্য ইউক্রেনকে উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিষয়টির সাথে পরিচিত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইউক্রেন কিছু এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে যার রেঞ্জ ৩০০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র কিয়েভকে সামনের সারির পেছনে রুশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করবে।
শুক্রবার অন্তত দুটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ক্রিমিয়া রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌ বহরের সদর দপ্তরে আঘাত হেনেছে।
ইউক্রেনের একটি সামরিক সূত্র বিবিসিকে জানিয়েছে, সেভাস্তোপল বন্দরে হামলায় স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ব্রিটেন ও ফ্রান্স সরবরাহ করেছিল। এই ধরনের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় ২০০ কিলোমিটার।
এনবিসি নিউজ এবং ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে বলেছিলেন যে কিয়েভ আর্মি ট্যাকটিকাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র পাবে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ নিয়ে দুই নেতার বৈঠক হয়।