ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন ‘ইউক্রেনকে রক্তে প্লাবিত করতে’ চাচ্ছেন।
জার্মান সংবাদপত্র দ্য বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেছেন।
তবে জেলেনস্কি জানিয়েছেন, এরপরও মস্কোর সেনাদের দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারের জন্য ইউক্রেনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেছেন, ‘আমরা ধাপে ধাপে আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করব। আমি নিশ্চিত আমরা আমাদের ভূখণ্ড মুক্ত করব।’
জেলেনস্কি জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন না যে পুতিনকে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেবে বিশ্ব।
প্রসঙ্গত, ইউক্রেনের ওপর হামলা জোরদার করতে বুধবার রিজার্ভ সেনা তলব করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তিনি সাফ জানিয়েছেন, প্রয়োজন পড়লে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।