রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে ইউক্রেনকে অস্ত্র সহায়তা অব্যাহত রাখছে পশ্চিমা দেশগুলো। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্র কিনতে কিয়েভকে ৩০০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছিলেন। এবার ইউক্রেনকে যুক্তরাজ্য ছয়টি ড্রোন দিতে যাচ্ছে যেগুলো সমুদ্রের তলদেশে মাইন অপসারণে সহায়তা করবে।
শনিবার ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী ইউক্রেনের নাবিকদের সোনার চালিত ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এই ড্রোনগুলো ইউক্রেনের জলসীমায় মাইন অপসারণে সহায়তা করবে। এমনকি কিয়েভের জলসীমায় থাকা যে কোনো হুমকি মোকাবিলায় এই ড্রোনগুলো সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।