রাশিয়ার হামলা ও হুমকির মুখে থাকা ইউক্রেনসহ ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর জন্য ২৭০ কোটি ডলারের সামরিক সহযোগিতা প্যাকেজ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জার্মানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ ঘোষণা দিয়েছেন।
অস্টিন জানিয়েছেন, বাইডেন প্রশাসন ইউক্রেন এবং এর ১৮টি প্রতিবেশীকে দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা প্রদান করবে, যাদের মধ্যে ন্যাটো সদস্য এবং আঞ্চলিক নিরাপত্তা অংশীদাররা ‘ভবিষ্যৎ রুশ আগ্রাসনের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।’
এই প্যাকেজের মধ্যে শুধুমাত্র ইউক্রেনের জন্য ৬৭ কোটি ৫০ লাখ ডলারের ভারী অস্ত্র, গোলাবারুদ, সাঁজোয়া যান, সাঁজোয়া অ্যাম্বুলেন্স এবং অ্যান্টি-ট্যাঙ্ক সিস্টেম রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনের জন্য কমপক্ষে এক হাজার ৩০০ কোটি ডলার সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
অস্টিন বলেছেন, ‘এর অর্থ হল জরুরীভাবে উদ্ভাবনের দিকে ঝুঁকে পড়া এবং ইউক্রেনকে প্রয়োজনীয় সরঞ্জামগুলি সরবরাহের জন্য আমাদের প্রতিরক্ষা শিল্পকে চাপ দেওয়া।’