রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে মস্কোর সামরিক ‘কর্মকাণ্ড’ এখন পূর্ব দোনবাস অঞ্চলের বাইরে চলে গেছে। বুধবার রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্যের মাধ্যমে এটাই ইঙ্গিত দিলেন যে, মস্কো এই মুহূর্তে দোনবাস অঞ্চলের বাইরে ইউক্রেনের অভ্যন্তরে আরও সামরিক অভিযান পরিচালনা করবে।
ল্যাভরভ জানিয়েছেন, রুশ ও ইউক্রেনীয় আলোচকরা মার্চের শেষের দিকে তুরস্কে শান্তি আলোচনার পর থেকে ভৌগলিক বাস্তবতা পরিবর্তিত হয়েছে। ওই আলোচনায় কোনও অগ্রগতি হয়নি।
ওই সময়ে ল্যাভরভ বলেছিলেন, রাশিয়ার মূল লক্ষ্য দোনেটস্ক ও লুহানস্ক। এই দুটি অঞ্চল থেকে তারা ইউক্রেনীয় বাহিনীকে তাড়াতে চায়।
রাশিয়ার বাহিনীর দখলকৃত অঞ্চলের উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এখন ভৌগলিক বাস্তবতা ভিন্ন, এটি দোনেটস্ক ও লুহানস্ক থেকে অনেক দূরে, এখন খারসন ও জাপোরিঝিয়া অঞ্চল এবং আরও কয়েকটি অঞ্চল অন্তর্ভূক্ত। এই প্রক্রিয়াটি যৌক্তিকভাবে ও দৃঢ়ভাবে অব্যাহত রয়েছে।’