রাজধানী কিয়েভের আশপাশের এলাকাসহ ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে বিপুল সংখ্যক সেনা প্রত্যাহার করবে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিন এ তথ্য জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের উদ্যোগে মঙ্গলবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শুরু হয়। দুই সপ্তাহের মধ্যে দুই দেশে এটি প্রথম মুখোমুখি বৈঠক। আলোচনা শুরুর আগে এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনের প্রতি ‘যুদ্ধের এই ট্রাজেডি’ বন্ধের আহ্বান জানিয়েছেন।
আলেক্সান্ডার ফোমিন বলেছেন, ‘ইউক্রেনের নিরপেক্ষতা এবং অপারমাণবিক দেশের মর্যাদার বিষয়ে একটি চুক্তির প্রস্তুতির বিষয়ে আলোচনা বাস্তব অবস্থায় এসেছে … একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমূলভাবে… কিয়েভ ও চেরনিগিভখ এলাকায় সামরিক তৎপরতা হ্রাস করা।’
রাশিয়ার প্রধান মধ্যস্থতাকারী ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে। ইউক্রেনের প্রস্তাবগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে উপস্থাপন করা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, ‘আজকের অর্থপূর্ণ আলোচনার পরে আমরা একটি সমাধানের প্রস্তাব দিয়েছে এবং তাতে একমত হয়েছি, যার ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চুক্তি নিয়ে প্রারম্ভিবক আলোচনা চলার সাথে সাথে রাষ্ট্রপ্রধানদের বৈঠক সম্ভব।’