ইউক্রেনের বিরুদ্ধে হামলা জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে রাশিয়া। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।
সম্প্রতি খারকিভসহ ইউক্রেনের কয়েকটি অঞ্চলে বোমা হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। এসব হামলায় প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ।
আঞ্চলিক গভর্নর ওলেহ সাইনিহুবভ জানিয়েছেন, খারকিভের চুহুইভের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন নিহত হয়েছে। এদের মধ্যে ৭০ বছরের এক বৃদ্ধা রয়েছেন।
দক্ষিণের আঞ্চলিক গভর্নর ভ্যালেন্টাইন রিজনিশেঙ্কো জানিয়েছেন, নিকোপোল শহরে রাশিয়ার ৫০টিরও বেশি গ্রাদ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এসব হামলায় দুজন নিহত হয়েছে।
ইউক্রেন জানিয়েছে, গত তিন দিন ধরে ছোট শহরগুলোতে রাশিয়ার হামলায় ৪০ জন নিহত হয়েছে।
শনিবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে হামলা ঠেকাতে সামরিক বাহিনীকে অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন।
রুশ প্রতিরক্ষা দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, শোইগু ‘বেসামরিক অবকাঠামো এবং ডোনবাস ও অন্যান্য অঞ্চলের বসতিগুলির বাসিন্দাদের ওপর কিয়েভের ব্যাপক রকেট ও আর্টিলারি হামলা চালানোর সম্ভাবনা এড়াতে সবকয়টি এলাকায় সামরিক বাহিনীর অভিযান জোরদারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’