রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কো এখনও ইউক্রেনের কাছ থেকে শান্তির জন্য কোনও তাৎপর্যপূর্ণ প্রস্তাব পায়নি। যুদ্ধবিরতির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরামর্শগুলি অযৌক্তিক। বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
ল্যাভরভ বলেছেন, রাশিয়া পশ্চিমা দেশগুলোর সাথে সংঘাতের বিষয়ে আলোচনা করতে এবং যেকোনো তাৎপর্যপূর্ণ প্রস্তাবে সাড়া দিতে প্রস্তুত। তবে রাশিয়ার ব্যাপক নিরাপত্তা উদ্বেগ কমাতে আলোচনার প্রয়োজন। ইউক্রেনসহ রাশিয়ার সীমান্তের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন দেশগুলো থেকে সামরিক অবকাঠামো অপসারণের জন্য ন্যাটোর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
গত ১০ নভেম্বর জেলেনস্কির দেওয়া প্রস্তাবকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘জেলেনস্কির সাথে সমঝোতার বিষয়ে কোনও আলোচনা হতে পারে না।’
তিনি বলেছেন, ‘ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে আলোচনার সম্ভাবনার জন্য, আমরা যে কোনও তাৎপর্যপূর্ণ প্রস্তাবের সাড়া দিতে প্রস্তুত থাকব। (কিন্তু) আমরা এখনও কোনও তাৎপর্যপূর্ণ প্রস্তাব দেখতে পাচ্ছি না।’