ইউক্রেন যুদ্ধের প্রায় সাত মাস পর মস্কোর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো রাশিয়ায় যোগদানের জন্য গণভোটের পরিকল্পনা ঘোষণা করেছে। চলতি সপ্তাহেই এই ভোট অনুষ্ঠিত হবে বলে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের রুশ সমর্থিত কর্মকর্তারা জানিয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার আগ্রাসন থেমে গেছে। এই সময়ের মধ্যে ইউক্রেন দেশের উত্তর-পূর্বের কিছু অংশ পুনরুদ্ধার করেছে।
এর আগে ২০১৪ সালে ক্রিমিয়াকে অধিভুক্ত করে। ওই সময় রাশিয়া সমর্থিত এই গণভোটের ব্যাপক নিন্দা জানিয়েছিল পশ্চিমা বিশ্ব। আন্তর্জাতিক বিশ্ব এখনও পর্যন্ত ক্রিমিয়ার অধিগ্রহণকে স্বীকৃতি দেয়নি। এবার ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলকে রাশিয়া একই প্রক্রিয়ায় অধিগ্রহণ করতে যাচ্ছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান, দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার ভোরে জানিয়েছেন, দোনবাস নামে পরিচিত দোনেস্ক এবং লুহানস্কের পূর্বাঞ্চলে এই ভোট প্রদান ‘ঐতিহাসিক ন্যায়বিচার সংশোধন করবে এবং তা অপরিবর্তনীয় হবে। সংবিধানের সংশোধনীর পর রাশিয়ার কোনো ভবিষ্যত নেতা, কোনো কর্মকর্তা এই সিদ্ধান্তগুলো পরিবর্তন করতে পারবে না।’
এর পরপরই দোনেস্ক ও লুহানস্কে রাশিয়া সমর্থিত কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ২৩-২৭ সেপ্টেম্বর ভোট দেবে।