দখল করা ইউক্রেনের খারসন শহর থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে বলেছে রাশিয়ার সামরিক বাহিনী। শহরটির পুনর্দখল নিতে ইউক্রেনের বাহিনী অগ্রসর হচ্ছে খবর পাওয়ার পরপর রুশ বাহিনী এ ঘোষণা দিয়েছে বলে শনিবার জানিয়েছে আল-জাজিরা।
ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতির সতর্কবার্তার পর হাজার হাজার বেসামরিক মানুষ ইতোমধ্যে দিনিপার নদী পেরিয়ে চলে যাওয়া শুরু করেছে।
ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে রুশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শহরের ব্যাপক গোলাগুলির ক্রমবর্ধমান বিপদ এবং সন্ত্রাসী হামলার হুমকির কারণে সব বেসামরিক নাগরিকদের অবিলম্বে শহর ছেড়ে দিনিপার নদীর বাম তীরে যেতে হবে!’
এতে বাসিন্দাদের উদ্দেশে বলা হয়েছে, ‘আপনার পরিবার ও বন্ধুদের নিরাপদে রাখুন! কাগজপত্র, অর্থ, মূল্যবান জিনিসপত্র ও জামাকাপড় নিতে ভুলবেন না।’