ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চল দখল করতে চায় রাশিয়া। শুক্রবার রাশিয়ার কেন্দ্রীয় সামরিক বাহিনীর উপ-কমান্ডার জেনারেল রুস্তম মিন্নিকায়েভ এমন তথ্য জানিয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। প্রথম দিকে রাজধানী কিয়েভের কাছাকাছি কিছু এলাকা দখল করলেও পরে সেসব এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয় রুশ বাহিনী। সম্প্রতি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বিপুল বেগে হামলা চালাচ্ছে তারা।
শুক্রবার জেনারেল রুস্তম জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাসের পুরোটাই দখল করা মস্কোর উদ্দেশ্য। কারণ এই অঞ্চলের সঙ্গে ক্রিমিয়ার সম্পৃক্ততা রয়েছে। একইসঙ্গে রাশিয়ার দখলকৃত মলদোভা সংলগ্ন ইউক্রেনের পুরো দক্ষিণ অঞ্চল দখল করতে চায় মস্কো।
রুস্তমের এই মন্তব্যের পর ইউক্রেন বলেছে, এর আগে রাশিয়া দাবি করেছিল তাদের কোনো অঞ্চল দখল করা উদ্দেশ্য নয়। মস্কোর সেই দাবি যে মিথ্যা ছিল রুস্তমের মন্তব্যে তা প্রকাশ পেয়ে গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে বলেছে, ‘তারা তথ্য গোপন রাখা বন্ধ করেছে। রাশিয়া স্বীকার করেছে, যুদ্ধের দ্বিতীয় পর্বের লক্ষ্য পৌরাণিক নাৎসিদের উপর বিজয় নয়, বরং পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের দখল। সাম্রাজ্যবাদীরা এমনটাই হয়।’