মস্কোর নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের অঞ্চলে রুশ মুদ্রা রুবল চালুর ঘোষণা দেওয়া হয়েছে। আগামী পহেলা মে থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরআই নভোস্তি।
এর আগে রাশিয়া জানিয়েছিল, তারা ইউক্রেনের কোনো অঞ্চল দখলে রাখবে না। কিন্তু ইতোমধ্যে দক্ষিণ ইউক্রেনের কয়েকটি এলাকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে মস্কো।
দক্ষিণ ইউক্রেনের খারসনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের এক বেসামরিক ও সামরিক প্রশাসক জানিয়েছেন, মস্কো এই অঞ্চলে নিজেদের মুদ্রা প্রবর্তন করবে।
কিরিল স্ট্রিমোসভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআই নভোস্তি বলেছে, ‘আমরা ১ মে থেকে রুবল জোনে চলে যাব।’
তিনি জানান, ইউক্রেনের মুদ্রা হিরভিনিয়াও ব্যবহার করা যাবে। তবে এই ছাড় মাত্র চার মাসের জন্য পাওয়া যাবে।