ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি এলাকায় রুশ বাহিনীর তুমুল লড়াই চলছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (২৩ এপ্রিল) দেশটির পূর্বাঞ্চলে হামলা আরও জোরদার করেছে রাশিয়ান সেনাবাহিনী।
খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ বলেন, প্রচণ্ড যুদ্ধের পর ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ান সীমান্তের কাছে তিনটি গ্রাম পুনর্দখল করেছে।
ইউক্রেনীয় বাহিনী তাদের অবস্থান সুরক্ষিত করেছে জানিয়ে তিনি বলেন, আমাদের ইউনিট রাশিয়ান সৈন্যদের বেজরুকি, স্লাটাইন, প্রুদিয়াঙ্কার আবাসিক এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে।
সিনেগোবভ দাবি করেন, রুশ সেনারা বেসামরিক স্থাপনায় আক্রমণ চালিয়ে দুজনকে হত্যা করেছে।
তিনি স্থানীয় লোকজনকে বাইরে বেরোতে নিষেধ করে বলেন, আমরা ভিড়ের অনুমতি দিতে পারি না। নিরাপত্তা সবার আগে।