প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ানরা ইউক্রেনে পশ্চিমাদের বিরুদ্ধে ‘পবিত্র’ যুদ্ধ করছে। মঙ্গলবার মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের প্যারেডে তিনি এ কথা বলেছেন।
১৯৪১ সালে অ্যাডলফ হিটলার সাবেক সোভিয়েত ইউনিয়নের ওপর হামলা চালিয়েছিলেন। নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়কে স্মরণ করতে প্রতি বছর বিজয় দিবস উদযাপন করে রাশিয়া। গত বছর ইউক্রেন হামলা চালায় রাশিয়া। এই যুদ্ধে রাশিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি
হতে হচ্ছে।
পুতিন সেনাদের উদ্দেশে বলেন, ‘আমাদের মাতৃভূমির ভাগ্যের জন্য নির্ধারক যুদ্ধ সবসময়ই দেশপ্রেমমূলক, সর্ব-জাতীয় এবং পবিত্র হয়ে উঠেছে। আমাদের মাতৃভূমির বিরুদ্ধে আবার একটি সত্যিকারের যুদ্ধ শুরু হয়েছে।’
পুতিন ইউক্রেনে রুশ বাহিনীকে বীর হিসেবে অভিনন্দন জানিয়ে বলেছেন, নাৎসি জার্মানিকে পরাজিত করার ক্ষেত্রে পশ্চিমারা সোভিয়েত ইউনিয়নের নিষ্পত্তিমূলক ভূমিকা ভুলে গেছে।