ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরেদোনেৎস্কের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি রাশিয়ার দখলে। খবর বিবিসির।
শনিবার (২৫ জুন) শহরটির মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক টিভিতে দেয়া এক বার্তায় বলেন, রুশ সেনারা সম্পূর্ণরূপে সেভেরোডোনেটস্ক দখল করেছে, আমাদের সামরিক বাহিনী আরও পিছু হটেছে।
কয়েক সপ্তাহের রুশ বাহিনীর ভারী গোলাবর্ষণে শহরটির বেশিরভাগ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
রুশ সেনাবাহিনীর সাথে রাশিয়াপন্থী বিদ্রোহীরা জানিয়েছে যে তারা লাইসিচানস্কের কিছু অংশে ছড়িয়ে পড়েছেন। যদিও বিষয়টি ইউক্রেনের কর্মকর্তারা নিশ্চিত করেনি।
পূর্বাঞ্চলীয় শহর সেভেরেদোনেৎস্কে প্রায় এক লাখ মানুষের বাস। সেখানের পথে পথে ভয়াবহ যুদ্ধের ফলে বেশিরভাগ স্থানীয়রা পালিয়েছেন।
এর আগে,শুক্রবার পূর্ব লুহানস্ক অঞ্চলের সেভেরেদোনেৎস্কে ও লাইসিচানস্কের শহরগুলোতে আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। এসব হামলায় একটি রাসায়নিক প্লান্ট বিধ্বস্ত হয়।