ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত একটি স্কুলে চালানো রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলায় ৬০ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি রোববার (৮ মে) রাতে একথা জানান।
এর আগে লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেন, বিলোহোরিভকা এলাকার স্কুলটিতে ৯০ জন উদ্বাস্তু ছিলেন। হামলার পর সেখান থেকে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
টেলিগ্রাম অ্যাকাউন্টে রোববার দেওয়া এক বার্তায় গভর্নর আরো বলেন, ‘হামলার পর স্কুল ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আশঙ্কা করা হচ্ছে সেখানে আটকা পড়া ৬০ জনের কেউই বেচে নেই। ‘
গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে প্রথম থেকেই মস্কো ইউক্রেন হামলাকে বিশেষ সামরিক অভিযান বলে আখ্যায়িত করছে।
সূত্র: বিবিসি