ইউক্রেনে আবারো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রোববার দেশটির দক্ষিণে একটি জ্বালানি তেলের ডিপোতে কিনঝাল ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাশিয়া জানিয়েছে, সমুদ্র থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র উত্তর ইউক্রেনের ওভরুচ শহরে একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে ছোড়া হয়েছে। এতে ইউক্রেনের বিশেষ বাহিনীর শতাধিক সদস্য ও ‘বিদেশি ভাড়াটে’ সেনা নিহত হয়েছে।
এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা দপ্তর বলেছে, ‘হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাথে কিনঝাল এভিয়েশন মিসাইল সিস্টেম মাইকোলাইভ অঞ্চলের কোস্ত্যন্তিনিভকা বসতির কাছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জ্বালানি ও লুব্রিকেন্টের একটি বড় ডিপো ধ্বংস করেছে।’
মন্ত্রণালয় জানিয়েছে, এই ডিপো থেকে দেশের দক্ষিণে লড়াইরত ইউক্রেনীয় বাহিনীর সশস্ত্র যানগুলোতে তেল সরবরাহ করা হতো। কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া থেকে ছোড়া হয়েছে। এছাড়া ওই ডিপো লক্ষ্য করে কাস্পিয়ান সাগর থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
এর আগে শনিবার রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে কিনঝাল বা ড্যাগার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। এর জন্য তারা মিগ-৩১ যুদ্ধবিমান ব্যবহার করেছে। ওই হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভূগর্ভস্থ একটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে।