রাশিয়ার ট্যাংক ও যুদ্ধবিমান ধ্বংসে ইউক্রেনে আরো ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। বুধবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যুক্তরাজ্য ইউক্রেনে এ পর্যন্ত তিন হাজার ৬১৫টি নেক্সট জেনারেশন লাইট অ্যান্টি ট্যাংক উইপন্স (এনএলএডব্লিউ) পাঠিয়েছে। কিয়েভে এ ধরনের আরও ক্ষেপণাস্ত্র পাঠানো অব্যাহত রাখা হবে।
পার্লামেন্টকে তিনি বলেছেন, ‘আমরা শিগগিরই ট্যাংক বিধ্বংসী জেভেলিনের একটি ছোট চালান পাঠানো শুরু করব।’
ওয়ালেস বলেন, ‘ইউক্রেনের অনুরোধের প্রেক্ষাপটে সরকার বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্টারস্ট্রিক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি বিশ্বাস করি, এই ব্যবস্থাটি প্রতিরক্ষামূলক অস্ত্রের সংজ্ঞার মধ্যে থাকবে, তবে ইউক্রেনীয় বাহিনীকে তাদের আকাশকে আরও ভালভাবে রক্ষার সুযোগ দেবে।’