ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাবর্ষণে রুশ নারী সাংবাদিক ওকসানা বাউলিনা নিহত হয়েছেন। রুশ হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ভিডিও ধারণ করার সময় গোলার আঘাতে মারা যান তিনি।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যম একথা জানায়।
ওকসানা বাউলিনা অনুসন্ধান মূলক সংবাদ মাধ্যম দ্য ইনসাইডারে কাজ করতেন। এছাড়া তিনি রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী গ্রুপেও এক সময় কাজ করেছেন।
ইনসাইডার জানায়, ইউক্রেনের রাজধানী পোদিল এলাকয় রুশ বাহিনীর গোলাবর্ষণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের ভিডিও ধারণের সময় একটি গোলা এসে সেখানে পড়ে। এতে ওকসানা বাউলিনা মারা যান। এ সময় আরো এক ব্যক্তি নিহত ও আরো দুইজন আহত হন।
এদিকে সাংবাদিক নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোটার্স উইথআউট বর্ডার। তারা জানায়, সাংবাদিকরা অবশ্যই কোনো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে না।