ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গিয়ে সাবেক ব্রিটিশ সেনা নিহত হয়েছেন। জর্ডান গেটলে নামের ওই সেনা গত মার্চে ব্রিটিশ আর্মি ছাড়েন এবং ইউক্রেনে পাড়ি জমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবা ডিন গেটলে শ্রদ্ধা নিবেদনে তাকে ‘বীর’ বলে আখ্যা দিয়ে পোষ্ট দিয়েছেন। রোববার (১২ জুন) বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভারোদোনেতস্কে রুশ সৈন্যদের সঙ্গে লড়াইয়ের সময় মারা যান তিনি। গত কয়েক দিন ধরে দুই পক্ষের সৈন্যদের মধ্যে তীব্র লড়াই চলছে সেখানে।
ফেসবুকে জর্ডান গেটলের বাবা বলেছেন যে তার ছেলে ইউক্রেনের স্থানীয় সেনাদের প্রশিক্ষণ দিতেন। শহর রক্ষা করার সময় সামনের সারিতে গুলিবিদ্ধ হন গেটলে এবং শুক্রবার তার মৃত্যুর কথা জানানো হয়।
এদিকে, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার বিরুদ্ধে লড়াই তীব্রতর হওয়ায় ইউক্রেনের গোলাবারুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে এমন খবর আসছে ইউক্রেন থেকে।
এর আগে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের উপপ্রধান ভাদিম স্কিবিটস্কি শুক্রবার ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে একই ধরনের মন্তব্য করেছেন।