রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর নিরাপত্তা নিশ্চিত করতেই ইউক্রেনে হামলা চালানো হয়েছে এবং এই লক্ষ্য অর্জিত হবে।
রাশিয়ার সুদূর পূর্বে ভোস্টোচনি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ কথা বলেছেন।
পুতিন ইউক্রেনকে ‘রুশ-বিরোধী সেতুর প্রান্ত’ উল্লেখ করে বলেছেন সেখানে ‘জাতীয়তাবাদ এবং নব্য-নাৎসিবাদের অঙ্কুরোদগত হচ্ছে।’ তাই প্রতিবেশী দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া মস্কোর ‘অন্য কোনো বিকল্প নেই’।
তিনি বলেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের প্রয়োজন ছিল। কারণ রাশিয়াকে হুমকি দেওয়ার জন্য ইউক্রেনকে ব্যবহার করছিল যুক্তরাষ্ট্র। এই হুমকিদাতাদের মধ্যে ন্যাটো জোটও রয়েছে। ইউক্রেনের রুশ ভাষাভাষী জনগণকে রক্ষার প্রয়োজন রয়েছে মস্কোর।
পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়েও রাশিয়াকে নিঃসঙ্গ করতে পারবে না দাবি করে পুতিন বলেন, ‘আমাদের বিচ্ছিন্ন হওয়ার ইচ্ছা নেই। আধুনিক বিশ্বে কোনো দেশকেই একেবারে নিঃসঙ্গ করা অসম্ভব-বিশেষ করে রাশিয়ার মতো একটি বিশাল দেশকে।’