পূর্ব ইউক্রেন থেকে শরণার্থীদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত একটি ট্রেনে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। এ সময় ট্রেনটির এক কন্ডাক্টর নিহত হন।
রোববার (১৩ মার্চ) ইউক্রেনের রেল বিভাগ একথা জানায়।
ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি জানায়, দোনেটস্ক অঞ্চলের ব্রুসিন স্টেশনের কাছে ট্রেনটিতে হামলা হয়। এ সময় ট্রেনটির কন্ডাক্টর নিহত হন। এছাড়া ট্রেনের অপর এক কর্মচারীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি আরো জানায়, এই ট্রেনে করে দোনেটস্ক এবং লুহানস্ক স্টেশন থেকে ১০০ শিশুসহ বেসামরিক বাসিন্দাদের লাইমান শহরে সরিয়ে নেওয়ার কথা ছিল।
ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি জানায়, তারা ট্রেনটি এবং স্টেশনে অবস্থান করা প্রতিটি ব্যক্তিকে সরিয়ে নিতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে।