ইউক্রেনের হামলার পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রুশ সরকারি টেলিভিশন চ্যানেল রসিয়া ওয়ান জানিয়েছে, সাবেক সোভিয়েত ইউনিয়নে থাকা তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফর করবেন পুতিন। পরে তিনি মস্কোতে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদোর সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুশানবেতে পুতিন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমনের সঙ্গে দেখা করবেন। রাখমন হচ্ছেন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং সাবেক সোভিয়েত আমল থেকে শুরু করা সবচেয়ে দীর্ঘ মেয়াদী শাসক। আশগাবাতে তিনি আজারবাইজান, কাজাখস্তান, ইরান ও তুর্কমেনিস্তানের নেতাদেরসহ কাস্পিয়ান দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
রাশিয়ার বাইরে পুতিনের শেষ সফর ছিল চীনে। ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফর করেছিলেন।