রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে তার পরিণাম ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিল্লে। এই সংঘাতে বহু মানুষ হতাহত হতে পারে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার পেন্টাগনে সংবাদ সম্মেলনে জেনারেল মিল্লে জানিয়েছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া এক লাখ সেনা মোতায়েন করেছে। সীমান্তে এই বিপুল সংখ্যক সেনা মোতায়েনের অর্থ হচ্ছে হামলার পরিণতি ভয়াবহ হবে।
জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান বলেন, ‘যদি এটি ইউক্রেনের ওপর হয়, তাহলে এটি তাৎপর্যপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর ফলে উল্লেখযোগ্য পরিমাণ হতাহতের ঘটনা ঘটবে।’
তিনি জানান, ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় লড়াই হবে এবং এটি হবে ‘অত্যন্ত ভয়াবহ।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহসহ আত্মরক্ষায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেছেন, ‘সংঘাত অনিবার্য নয়। কূটনীতির জন্য এখনও সময় ও স্থান আছে।’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরিস্থিতি শান্ত করার আহ্বানও জানিয়েছেন অস্টিন।