ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে স্থানীয় সময় ২০ এপ্রিল পর্যন্ত ৫ হাজার ২৬৪ বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে গত ২০ এপ্রিল পর্যন্ত ২ হাজার ৩৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ৯১৯ জন। এর আগে সংস্থাটি জানিয়েছিল হতাহতদের মধ্যে শিশুরাও রয়েছে।
ওএইচসিএইচআর’র দাবি, বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে অধিকাংশ বেসামরিক লোকের হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ভারী কামান এবং একাধিক রকেট লঞ্চার সিস্টেম থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালানো হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) ৫৮তম দিনে গড়িয়েছে রুশ বাহিনীর অভিযান। এদিকে, রাশিয়ার প্রজাতন্ত্র চেচনিয়ার প্রধান রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনের মারিওপোলের আজভস্টল মিলের প্রশাসনিক ভবন এবং সংলগ্ন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন রুশ সেনারা। বৃহস্পতিবার টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানান। খবর তাসের।