মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে রুশ হামলা প্রসঙ্গে বলতে গিয়ে ইউক্রেনকে ইরানের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। অবশ্য পেছনে থাকা ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দ্রুত বাইডেনের ভুলটি ধরিয়ে দেন।
৭৯ বছরের বাইডেন তার ভাষণে বলেন, ‘পুতিন হয়তো ট্যাঙ্ক দিয়ে কিয়েভ ঘিরে ফেলতে পারেন, কিন্তু তিনি কখনো ইরানের জনগণের হৃদয় ও প্রাণ জয় করতে পারবেন না।’
বাইডেন ‘ইরানি জনগণ’ বলার সঙ্গে সঙ্গে পেছনে থাকা ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ভুল শুধরে দিয়ে অনুচ্চ স্বরে বলেন ‘ইউক্রেনের জনগণ’। বাইডেনও মুহূর্তে তার শব্দ সংশোধন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে অনেকে রসিকতা করেছেন।
প্রতিনিধি পরিষদে ফ্লোরিডার সদস্য ম্যাট গায়েতজ টুইটারে লিখেছেন,‘ব্রেকিং: বাইডেন কিয়েভের ইরানি জনগণের হৃদয় ও প্রাণ জয় করার জন্য অপ্রচলিত পরিকল্পনা ঘোষণা করেছেন…’
ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জোশ রোগিন লিখেছেন: ‘হ্যাঁ, বাইডেন ইউক্রেনের জনগণের সঙ্গে দেখা করার সময় ইরানিদের কথা বলেছিলেন। আসুন এটা নিয়ে কিছু না করি।’
আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘বাইডেন: পুতিন কখনোই ইরানের জনগণের মন জয় করতে পারবেন না! কী সব জঘন্য কথাবার্তা বলছেন তিনি?’