ইউক্রেন ছেড়ে রাশিয়ায় চলে আসা লোকদের জন্য আর্থিক সুবিধা চালু করতে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ডিক্রিতে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের ভূখণ্ড ত্যাগ করতে বাধ্য হওয়া মানুষদের জন্য ১০ হাজার রুবল ( ১৭০ মার্কিন ডলার) মাসিক পেনশন প্রদান করা হবে। প্রতিবন্ধী ব্যক্তি ও গর্ভবতী নারীরা একই ধরনের সুবিধা পাবেন। তবে মহিলারা এককালীন সুবিধা পাবেন।
ডিক্রিতে আরো বলা হয়েছে, ইউক্রেনের নাগরিকদের এবং স্বশাসিত দোনেৎস্ক ও লুহানস্ক থেকে যারা এসেছেন বা আসবেন তারা এই সুবিধা পাবেন।
এর আগে ১৮ ফেব্রুয়ারি, পুতিন দোনেৎস্ক ও লুহানস্ক থেকে রাশিয়ায় আসা প্রত্যেক ব্যক্তিকে ১০ হাজার রুবল প্রদানের নির্দেশ দিয়েছিলেন।