যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী উত্তরে খারকিভ এবং দক্ষিণে মারিউপোলের দিক থেকে অগ্রসর হতে শুরু করেছে। একই সঙ্গে তারা ইউক্রেন সেনাবাহিনীকে পূর্ব দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে।
রোববার (১৩ মার্চ) টুইটারে দেওয়া গোয়েন্দা বিষয়ক অপডেট তথ্যে একথা জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ব্রিটিশ সরকারের এ মন্ত্রণালয় জানায়, ক্রিমিয়া থেকে অগ্রসর হওয়া রাশিয়ার বাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাইকোলাইভকে অবরোধ করার চেষ্টা করছে। একই সঙ্গে তারা কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত বন্দর নগরী ওদেসার দিকেও অগ্রসর হতে শুরু করেছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানান, রুশ সেনারা এখন পর্যন্ত ইউক্রেনের ৩ হাজার ৬৮৭টি সামরিক অবকাঠামো ধ্বংস করেছে।
সূত্র: দ্য স্ট্রেইট টাইমস