বিশ্বের অন্যতম খাদ্যশস্য উৎপাদনকারী দেশ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধের প্রভাব পড়বে বিশ্ব খাদ্য বাজারে। এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মারাত্মক খাদ্য সঙ্কট সৃষ্টি হতে পারে বলে মনে করছে ফ্রান্স।
সোমবার (২১ মার্চ) ফ্রান্সের কৃষিমন্ত্রী জুলিয়েন ডেনোরমান্ডি এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তার এই সতর্কবার্তা এমন এক সময়ে উচ্চারিত হলো যখন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃষি মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জুলিয়েন ডেনোরমান্ডি বলেন, ইইউ কৃষি মন্ত্রীরা ভিডিও কলের মাধ্যমে ইউক্রেনের কৃষিমন্ত্রীর সঙ্গে খাদ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে মন্ত্রীরা এ সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে বের করার চেষ্টা করবেন।
এর আগে শুক্রবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, রাশিয়ার হামলায় ইউক্রেনে খাদ্য সরবরাহ চেইন ভেঙে পড়েছে। এছড়া দেশটির প্রধান সব অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ সেতু এবং পণ্য পরিবহনের ট্রেন ধ্বংস হয়েছে। দেশটির খাদ্যপণ্য মজুতের গুদাম শূন্য হয়ে পড়েছে।