রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করার চেষ্টা করছে ইউক্রেন। তবে মস্কো এখনও আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। শুক্রবার জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিনের ফোনকলের উল্লেখ করে ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘কিয়েভ সরকার আলোচনা প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করছে, তারা আরও বেশি অবাস্তব প্রস্তাব সামনে রাখছে।’
এতে বলা হয়েছে, ‘এরপরও রাশিয়া তার সুপরিচিত নীতিগত পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে সমাধানে পৌঁছতে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।’