ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে পূর্ব ইউরোপের প্রতিরক্ষা জোরদার করছে উত্তর আটলান্টিক দেশগুলোর সামরিক জোট ন্যাটো। এর অংশ হিসেবে ইউক্রেন সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করা হচ্ছে।
বৃহস্পতিবার ব্রাসেলসে জোটের নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।
এক যৌথ বিবৃতিতে জোটের নেতারা বলেছেন, ‘রাশিয়ার কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে, আমরা ন্যাটোর প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করেছি, ন্যাটো রেসপন্স ফোর্স মোতায়েন করেছি এবং মিত্রদের সমর্থনে সরাসরি ন্যাটো কমান্ডের অধীনে উল্লেখযোগ্য বিমান ও নৌ বহরসহ আমাদের পূর্বাঞ্চলে ৪০ হাজার সেনা মোতায়েন করছি।’
তারা জানিয়েছেন, ‘আরো বিপজ্জনক কৌশলগত বাস্তবতার’ প্রস্তুতির জন্য ন্যাটোর পদক্ষেপগুলো ‘প্রতিরোধমূলক, সমানুপাতিক ও আগের অবস্থায়’ রয়ে গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আমাদের দীর্ঘমেয়াদী প্রতিরোধ এবং প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করব এবং বিশ্বাসযোগ্য প্রতিরোধ ও প্রতিরক্ষা বজায় রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী প্রস্তুত এবং সক্ষমতার সম্পূর্ণ পরিসর আরও বিস্তৃত করব।’